মিনায় প্রায় এবার ৮০০ মানুষ মারা গেছে । যা হৃদয় বিদারক,আল্লাহ্ তাদের জান্নাতের উচু মাকাম দান করুক।এই ব্যাপারটি নিয়ে মুসলমানদের মাঝে দুটি দলে বিভিক্ত হয়ে গেছে।কেও পক্ষে কেও বা আবার বিপক্ষে। কেও ইতিবাচক মন্তব্য করছে। আবার কেও নিতী বাচক মন্তব্য করছে।কেও সেখানকার কর্মরত মানুষদের দোষারোপ করছে। কেও বা আবার বাদশা কে গালা গালি করছে। আর তারই মাঝে ফায়দা হাসিল করছে কিছু ইসলাম বিরুধি মুসলমান নামধারী কাকের বাচ্চা যারা এই সুজুগে সাধারন মানুষদের কে ধোঁকা দিয়ে যাচ্ছে ।আবার দেখলাম আমার মিতা ইমরান এইডস সরকার তারই মাঝে হালকা রসের সিরা মেখে দিচ্ছে ।তার টাইমলাইনে দেখলাম ক্রেন দিয়ে মৃত হাজিদের লাশ সরানো হচ্ছে। এমন একটি ছবি পোষ্ট করেছে।কিন্তু বুঝা যাচ্ছে না কি সরানো হচ্ছে তাই আমি এত টুকু বলি ওরা আমাদের মত হিংস্র না ওরা আমাদের মত বাঙালি বর্বর জাতী না যে ক্রেন দিয়ে হাজিদের লাশের সাথে কুকুর শুলভ নিকৃষ্ট আচরণ করবে। আল্লাহ্ আমাদের সকল কে সঠিক বুঝ দান করুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন