মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

অাল্লাহ তায়ালা অাপন রসূল সল্লাল্লহু অালাই‌হি ওয়াসাল্লাম‌কে স‌ম্মোধন ক‌রিয়া এরশাদ ক‌রিয়া‌ছেন~

অাল্লাহ তায়ালা অাপন রসূল সল্লাল্লহু অালাই‌হি ওয়াসাল্লাম‌কে স‌ম্মোধন ক‌রিয়া এরশাদ ক‌রিয়া‌ছেন~
ادعُ إِلى سَبيلِ رَبِّكَ بِالحِكمَةِ وَالمَوعِظَةِ الحَسَنَةِ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়।
(নাহাল)
অাল্লাহ তায়ালা অাপন রসূল সল্লাল্লহু অালাই‌হি ওয়াসাল্লাম‌কে স‌ম্মোধন ক‌রিয়া এরশাদ ক‌রিয়া‌ছেন~
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে। (যা‌রিয়াত)
অাল্লাহ তায়ালা অাপন রসূল সল্লাল্লহু অালাই‌হি ওয়াসাল্লাম‌কে স‌ম্মোধন ক‌রিয়া এরশাদ ~
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ﴿١﴾ قُمْ فَأَنذِرْ ﴿٢﴾ وَرَبَّكَ فَكَبِّرْ ﴿٣﴾
হে চাদরাবৃত! উঠুন, সতর্ক করুন, আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন। (মুদ্দ‌া‌সির)
হযরত অানাস (রাঃ) হই‌তে ব‌র্নিত অা‌ছে যে, রসূল (সাঃ) এরশাদ ক‌রিয়া‌ছেন, তোমা‌দের ম‌ধ্যে কেহ ঐ সময় পর্যন্ত (পূর্ন) ঈমানওয়ালা হই‌তে পার‌বে না, যতক্ষন পর্যন্ত অাপন মুসলমান ভাই‌য়ের জন্য উহাই পছন্দ না ক‌রি‌বে , যাহা নি‌জের জন্য পছন্দ ক‌রে। (বোখারী)
(উপ‌রোক্ত অায়াত ও হা‌দি‌সের উপর অামল করার জন্য ঘ‌রে ব‌সে ব‌সে টি‌ভি ভি‌ডিও ফেইসবুক অার না হয় ব‌সে ব‌সে তাসবীহ জ‌পেন না‌কি ব‌লেন ? )
প্র‌তি‌দিন কিছু সময় দেওয়া চাই, মুসলমা‌নের ঘ‌রে ঘ‌রে দা‌রে দা‌রে দ্বী‌নের কথা নি‌য়ে। য‌দি পূর্ন ঈমানদার দাবী ক‌রি । অার তাবলী‌গের সাথীরা এ ব্যাপা‌রে য‌থেষ্ট ফি‌কিরবান। কমপ‌ক্ষে দৈ‌নিক অাড়াইঘন্টা সবাই দেয়।
(কিছু বলার ই‌চ্ছে হ‌লে , পো‌ষ্টের বিষয় নি‌য়ে কথা বলুন , প্যাচালী স্বভাব ত্যাগ করুন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন