১) সে বলে, অামরা অাল্লাহ তায়ালার বান্দা (ও গোলাম) , কিন্তু কাজকর্ম করে স্বাধীন লোকদের মতো।
(২) তাহারা বলে যে, অাল্লাহ তায়ালা অামাদের রুজির জিম্মাদার, কিন্তু তাহাদের অন্তর অাল্লাহর জিম্মাদারীর উপর ঐ পর্যন্ত নিশ্চিত হয় না, যেই পর্যন্ত দুনিয়ার কোন জিনিষ তাহাদের নিকট না হয়।
(৩) তাহারা বলে যে, অাখেরাত দুনিয়া হইতে উত্তম, কিন্তু দুনিয়ার মাল জমা করার মধ্যে সবসময় লাগিয়া থাকে (অাখেরাতের কোন চিন্তা নাই)।
(৪) তাহারা বলে যে, মৃত্যু নিশ্চিত জিনিষ, উহা অবশ্যই অাসিবে। কিন্তু কাজকর্ম করে ঐরকমভাবে যেন জীবনে মউতই অাসিবে না বা মরিতে হইবে না।
********************************************
কল্যাণ কামনায় , যারা মুসলমানের উন্নতি চায় তাদের জন্য ঈশারা করে যাই। জ্ঞানীলোকদের জন্য ঈশারাই যথেষ্ট।
কল্যাণ কামনায় , যারা মুসলমানের উন্নতি চায় তাদের জন্য ঈশারা করে যাই। জ্ঞানীলোকদের জন্য ঈশারাই যথেষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন