وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
অর্থঃ তোমাদের মধ্যে এমন জামাত থাকা চাই, যাহারা মানুষকে কল্যাণের দিকে আহবান করে এবং ভাল কাজের হুকুম করে ও মন্দ কাজ হইতে নিষেধ করে–এই কাজ যাহারা করে একমাত্র তাহারাই কামিয়াব। (আল-ইমরানঃ১০৪)
অাল্লাহ পাক এই অায়াতে অত্যান্ত গুরুত্বপূর্ন একটি বিষয়ের নির্দেশ দিয়েছেন।
উহা এই যে, উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবেে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোকদিগকে তবলীগ করিবে ।
এই হুকুম মুসলমানদের জন্য ছিল । কিন্তু অাফসোসের বিষয় যে, এই মৌলিক কাজকে অামরা একেবারেই ছাড়িয়া দিয়াছি।
অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে অাকড়াইয়া ধরিয়াছে। খৃষ্টানদের স্বতন্ত্র দল সমূহ দুনিয়াব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে। অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে।
কিন্তু প্রশ্ন হলো মুসলমানদের মধ্যেও কি এইরূপ কোন জামাত অাছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন