মিনার শাহাদতের ঘটনাকে কেন্দ্র করে ইরান লেবানন ইয়ামান ও হাসান নাসরুল্লাহ নানা অপপ্রচার চালাচ্ছে মিডিয়ায়৷ তথ্যযুদ্ধ৷
যারা হজে গিয়েছেন তারা জানেন সৌদী কোনো পুলিশ হাজীদের সাথে খারাপ আচরণ করেন না৷ ধমক দেন না৷ হজের কাজে সহযোগীতা করেন৷ হাজীদের সেবায় থাকেন৷ ত্রিশ লাখ মেহমানকে নিরাপত্তা দেওয়া সহজ কোনো বিষয় নয়৷সৌদী শাসকদের নানা বিলাসীর কথা থাকলেও খাদেমুল হারামাইন যথাযথ খাদেম কাবার ও মসজিদে নববীর৷ তারা এই খেদমতকে ইবাদত মনে করে৷ কুরআনের খেমতও অকল্পনীয়৷ পৃথিবীর নানা ভাষায় কুরআনুল কারীমের অনুবাদ তাফসীর প্রকাশ করে সৌদী শাসক৷ বিনা মূল্যে বিতরণ করা হয় সারা পৃথিবীতে৷ দাঈদের নানাভাবে সহযোগীতা করে৷ নানা পজেটিভ বিষয় আছে তাদের৷ যুগ যুগ ধরে যারা হাজীদের সেবা দিয়ে আসছেন এক মিনার শাহাদতের ঘটনা তাদের সব খেদমাহ শেষ বিষয়টি এমন ভাবনার সুযোগ নেই৷ হারামাইনের কর্তপক্ষে সবকে রাখতে হবে এমন দাবি কেউ কেউ করে ৷ ইরানীরাও তা বলে কিন্তু এটি অবাস্তব দাবি৷ আজ দেখলাম হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ সৌদীর ব্যর্থতার কথা কথা বলে একই কথা বলছে৷ তাহলে সিরিয়ার কর্তিত্ব ও ইরানের কর্তিত্ব অণ্যকে দেওয়া হোক৷ কিন্তু তারা লাখ লাখ উদ্বাস্তু করছে কিন্তু নিজের মসনদ ছাড়তে তারা রাজী না৷ মক্কা মুমিনের ভালোবাসা৷ হজ ইবাদত এইখানে ইরানীদের তথাকথিত আমেরিকা মুর্দাবাদ শ্লোগানের জায়গানা৷ সৌদী সরকারকে ভাবতে হবে যারা হজকে শ্লোগান আর রাজনৈতিক প্রচারের জায়গা মনে করে তাদের হজভিসা দেওয়া যাবে না৷ ইবনে ছাবার দল হজে আসে কি করে? তবে হজের সময় সৈনিকদের লেবাস ও জাহেরি সুরতে ইসলাম থাকতে হবে৷ যেমন মহিসা পুলিশের পোষাক ইসামামী শরীয়াহ সম্মত৷ কাবা শরীফ সবার তবে যেকেউ এর খাদেম হবে বিষয়টি অবাস্তব৷ হজ নিয়ে যারা নানা অপপ্রচার করে৷ হজে যারা নিরাপত্তা নষ্ট করে৷ যারা হজকে রাজনৈতিক হাতিয়ার মনে করে৷ যারা সুন্নিদের রক্ত পান করে সিরিয়া আফগান ও ইরাকে তাদের মিথ্যা তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না৷ মক্কাতুল মোকাররমা, হারামাইনের সীমানায় কোনো হলুদ মিডিয়া প্রবেশ নিষিদ্ধ করতে হবে৷ অমুসলিম ও বর্ণচোরা মুসলিমের ষড়যন্ত্র সম্পর্কে আরও সজাগ থাকতে হবে৷ যারা শাহাদত বরন করেছেন তাদের পরিবারের জন্য সবরে জামিলের দুআ করি আমরা৷ সব আল্লাহর মেহমান নিরাপদে স্বদেশে ফিরে আসুন এই দুআ করি৷ মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য আসছে৷ আফসুস সৌদী বা মুসলিম উম্মাহর আন্তর্জাতিক কোনো মিডিয়া নেই৷ নিউজ এজেন্সিও নেই৷ কোনো চ্যানেলও নেই৷ তথ্যের যুদ্ধে মুসলিম পরাজিত৷
কবে জাগবে জানি না৷ তবে জাগতেই হবে দেড়শ কোটি মুসলিমকে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন