রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

যেখানে মসজিদ সেখানেই বাধা।




আজকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার রাসূলপুরে একটি মসিজদ নির্মাণ করতে বাধা সৃষ্টি করে মসজিদের কাজ বন্ধ করে দিয়েছে হিন্দুরা। মুসলমাণরা আজ সকালে মসজিদটি উদ্ভোধন করতে গেলে এলাকার হিন্দুরা জড়ো হয় এবং মসজিদে আক্রমণ করে। এতে মুসলমানরা এলাকা ছেড়ে চলে যায়। ফলে মসজিদটি দখল নেয় হিন্দুরা। হিন্দুরা ঘোষণা দিয়েছে, মসজিদের কাজ যতটুুকু হয়েছে, ততটুকুই তারা ভেঙ্গে ফেলবে। (সূত্র: https://goo.gl/u22dCK)
উল্লেখ্য ভারতে মুসলমানরা মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ করতে গেলেই তাতে বাধা দেয় হিন্দুরা। বিভিন্ন অজুহাত দাড় করিয়ে কোন না কোনভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ বন্ধ করে দেয়।
যেমন:
১) মসজিদের কাজ বন্ধের আরো খবর:https://goo.gl/llfGHA
২) ভারতের অন্ধ্র প্রদেশে ইসলামীক ইউনিভার্সিটি নির্মাণ করতে দিচ্ছে না হিন্দুরা :http://goo.gl/07FpFY
আচ্ছা বাংলাদেশের মুসলিম ভাইরা ! হিন্দুরা প্রায়শঃ দুঃখে বুক ভাসিয়ে দাবি করে, বাংলাদেশে নাকি আপনারা তাদের উপর নির্যাতন করেন। আপনারা কি ভারতের মত তাদের মন্দির নির্মাণের কথা শুনলে বাধা দেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন ? দয়া করে উত্তর দিবেন....
ছবি: নব নির্মিত মসজিদটি দখলে নিয়েছে হিন্দুরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন