কি পরিমান গাফলতি, অাফসোস ও লোকসানের বিষয় যে, অামরা দুনিয়ার এই সবকিছুর মধ্যে লাগিয়া অাল্লাহ তায়ালার হুকুম সমূহকেও ভুলিয়া যাই এবং এই বিষয় হইতেও চক্ষু বন্ধ করিয়া লই যে, অামরা কেন অাসিয়াছিলাম, এই সবকিছু অামাদিগকে কেন দেওয়া হইয়াছিল অার অামরা কিসের মধ্যে লাগিয়া গেলাম?
অার প্রকৃত অাফসোস তো ঐ সময় হয়, যখন অত্যান্ত মেহনত করিয়া ও পরিশ্রম করিয়া কামাই করা এবং নিজের উপর খরচ কমাইয়া জমা করা এই অগনিত সম্পদ অন্যদের জন্য ছাড়িয়া নিজে খালি হাতে এই জগত হইতে হঠাৎ করিয়া চলিয়া যাইতে হয়।
যদি অামাদের মধ্যে সামান্যতম বিবেক বুদ্ধিও থাকে, তবে কিছু সময় একেবারে একান্ত নির্জন ঘরে বসিয়া এই গভীরভাবে চিন্তা করা উচিত যে, যদি এই মুহুর্তে মালাকুল মউত অাসিয়া যায়, তবে অামার কি হইবে এবং অামার এই ধন সম্পদেরই বা কি হইবে !
যাহা বহু বৎসরের মেহনতে কামাই করিয়াছি ও সংগ্রহ করিয়াছি ।
অাসুন অাখেরাতের প্রস্তুতি গ্রহন এবং এর জন্য মেহনত করি। অাল্লাহ তায়ালার হুকুমসমূহ, রসূল (সাঃ) তরীকায় পুরা করি। এবং সমস্ত মানুষ যেন পুরা করতে পারে চেষ্টা ও ফিকির করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন