জিহাদের জন্যই দাওয়াত ও তাবলীগ।
তাবলীগের নিয়মের ব্যাপারে যারা অহেতুক প্রশ্ন উত্থাপন করে তারা হলো এরকমই একজন।
হয় দ্বীন বুঝেনা , না হয় জিহাদ বুঝেনা। অার না হয় দ্বীনের শত্রু।
হয় দ্বীন বুঝেনা , না হয় জিহাদ বুঝেনা। অার না হয় দ্বীনের শত্রু।
যারা তাবলীগের বিরোধীতা করে তাদেরকে বুঝার জন্য সহজ করে দিচ্ছি, যতো প্রশ্ন করবেন সব উত্তর একজায়গায় পাবেন যখন দ্বীন বুঝবেন, তখন জিহাদও বুঝবেন, জিহাদ বুঝে থাকলে সব উত্তর সহজে পেয়ে যাবেন,
এই জন্য মূল জায়গায় যারা বিভিন্ন লড়াই অান্দোলনে জড়িত তারা কখনো তাবলীগের বিরোধীতা করে না, তারাই করে যারা কোনটাই নাই।
সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক অামলের সুন্নত পদ্ধতি অাছে, জিহাদেরও সুন্নত পদ্ধতি অাছে, তা জানার চেষ্টা করুন। তাহলে সব পেয়ে যাবেন।
উম্মত নামাজ সুন্নাহ শিখা ও শিখানোর জজবা অাছে।
এনিয়ে কত গ্রুপ কত কথা, কিন্তু কারো জিহাদ এর সুন্নাহ শিখার অাগ্রহ নাই । কেউ বলল অমনি দৌড়।
সব দৌড়ের শেষ ঔষধ দাওয়াত ও তাবলীগ।
সব দৌড়ের শেষ ঔষধ দাওয়াত ও তাবলীগ।
অার বিশেষ ভাবে মনে রাখা চাই , সর্বপ্রথম জিহাদের কিতাল কাদের বিরুদ্ধে শুরু হয়েছে ?
দাওয়াত কবুল না করার কারনে ? নাকি দাওয়াতের মেহনতের বিরুধীতা করার কারনে?
দয়া করে জেনে নিবেন অাশা করি।
দ্বীন শিখুন , দ্বীনের উপর চলা শিখুন,
তৈরী হন ও তৈরী করুন অাবু বকর ও ওমর ।
তৈরী হন ও তৈরী করুন অাবু বকর ও ওমর ।
তখন সবই হবে যা পূর্বে হয়েছে।
সর্বশেষ কথা , শয়তানের কৌশলের বিশেষ কৌশল হলো , উম্মতকে ঘরে বসাইয়া দেওয়া। ওস্কানী দেওয়া। নিজেদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন