মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

হযরত অাবু হুরায়রা (রাঃ) বর্ননা ক‌রেন

হযরত অাবু হুরায়রা (রাঃ) বর্ননা ক‌রেন যে, রসূল (সাঃ) এরশাদ ক‌রিয়া‌ছেন, কে অা‌ছে যে অামার নিকট হই‌তে এই কথাগু‌লি শি‌খি‌বে। অতঃপর উহার উপর অামল ক‌রি‌বে কিংবা ঐসব লোক‌কে শিক্ষা দি‌বে যাহারা ইহার উপর অামল ক‌রি‌বে ?
হযরত অাবু হুরায়রা (রাঃ) ব‌লেন, অা‌মি অারজ ক‌রিলাম , ইয়া রসূলাল্লাহ ! অা‌মি প্রস্তুত অা‌ছি । তি‌নি (মহব্ব‌তের স‌হিত ) অামার হাত তাহার মোবারক হা‌তে লইয়া লই‌লেন এবং গ‌ণিয়া এই পাঁচ‌টি কথা এরশাদ ক‌রি‌লেন,
হারাম হই‌তে বা‌চিয়া থাক, তু‌মি সক‌লের চাই‌তে বড় এবাদতকারী হইয়া যাই‌বে।
অাল্লাহ তায়ালা যাহা কিছু দিয়া‌ছেন উহার উপর রা‌জি থাক, তু‌মি সবচাই‌তে বড় ধনী হইয়া যাই‌বে।
অাপন প্র‌তি‌বেশীর সহিত ভাল অাচরন ক‌র, তু‌মি মু‌মেন হ‌য়ে যা‌ই‌বে।
যাহা নি‌জের জন্য পছন্দ ক‌র উহাই অন্য‌দের জন্যও পছন্দ কর, তু‌মি (পূর্ন) মুসলমান হইয়া যাই‌বে।

বেশী হা‌সিও না, কেননা বেশী হাসা , দিল‌কে মুর্দা ক‌রিয়া দেয়। (তির‌মি‌যি)
*******************************************
অার এই সমস্ত কাজ সেই ব্যা‌ক্তি পুরা কর‌তে পা‌র‌বে যে মেহনত ক‌রে তাকওয়া অর্জন হ‌য়ে‌ছে। অাসুন প্রত্যে‌কে তাকওয়া অর্জন ক‌রি ।
দাওয়াত ও তাবলীগ হ‌লো সেই মেহনত ।
চ‌লো অাল্লাহর রাস্তায় বের হই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন