বাদশাহ সালমানের অপসারণ চান ৮ যুবরাজ! জাজিরাতুল আরবে আহলে সৌদ ক্ষমতায় আসার পর যে বাদশাহ্ একমাত্র রহমাতুল্লাহ আলাহি বলি তিনি হলেন বাদশাহ্ ফয়সাল ( রহঃ), যিনি উম্মাহকে এককাতারে দেখতে চেয়েছিলেন, আহব্বান করেছিলেন মাসজিদুল আকসা মুক্ত করার জন্য। কিন্তু সি.আই.এ ও মোসাদ তাকে এর জন্য স্পাইয়ের মাধ্যমে হত্যা করে। তার মৃত্যুর বহু বছর পর গত বছর ক্ষমতায় আসে ঠিক বাদশাহ্ ফয়সাল (রহঃ) মত একজন বাদশাহ্ সালমান। যিনি ক্ষমতায় ese কুফারদের পা চাটা দালাল সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের অপসারণ করেন। ইহুদিবাদী ইসরাইলের গাজায় নিরিহ মুসলিমদের হত্যার বিরুদ্ধাচার করেন এবং শক্ত পদক্ষেপ নেন, সিরিয়ান যুদ্ধকবলিত মুসলিমদের পাশে দাড়ান তুর্কি, জর্ডান, মিসরে রেকর্ড পরিমান ত্রান সেবা পৌছে দেন। বার্মার মুসলিমদের জন্য ভিসা ও বসবাসের ব্যাবস্থা করেন।এমনকি বাদশাহ্ কিছু দিন আগে ওবামার সাথে সাক্ষাত বাদে দিয়ে সলাতে গমন করেন এবং উনার বুক পকেটে সবসময় থাকে সুন্নাহের মেসওয়াক।শান্তিপূর্ন ইয়েমেনের শিয়া ইরানের লেলিয়ে দেওয়া শিয়া রাফেজী শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। বহু সত্যবাদী আলেম যারা আগের ত্বাগুদ শাসকের মন মত ফতোয়া না দেওয়ার কারনে জেলে বন্দি তাদের অনেকেই মুক্ত করেন ও বাকিজদের মুক্তি দেবার আশ্বাস দেন। এছাড়া সাড়া পৃথিবীতে বিশুদ্ধ কোরআন সূন্নাহ আলো ছড়িয়ে দিতে কোটি কোটি রিয়াল ব্যায় করেন।
কিন্তু ভালর জায়গা হয় কোথায়? শিয়া রাফেজী, কুফারদের ষড়ষন্ত্র এড়ানো এতই দুষ্কর যে একমাত্র কঠোর হস্তে দমন ও আল্লাহ্ র সাহায্যকামনা করা ছাড়া উপায় নেই।
কিন্তু ভালর জায়গা হয় কোথায়? শিয়া রাফেজী, কুফারদের ষড়ষন্ত্র এড়ানো এতই দুষ্কর যে একমাত্র কঠোর হস্তে দমন ও আল্লাহ্ র সাহায্যকামনা করা ছাড়া উপায় নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন