আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেন, ‘‘যে ব্যক্তি ২’টি অথবা ৩টি কন্যা, কিংবা ২’টি অথবা ৩টি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ, অথবা সাবালিকা হওয়া পর্যন্ত, কিংবা ঐ ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে, সে ব্যক্তি আর আমি (পরকালে) তর্জনী ও মধ্যমা আঙ্গুলিদ্বয়ের মতো পাশাপাশি অবস্থান করবো। (আহমাদ, ইবনু হিব্বান, সিলসিলাহ সহিহাহ)
এই একই কাজের বিনিময়ে রাসুল (সাঃ) জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন এবং এই হাদিসে জান্নাতে পাশাপাশি থাকার নিশ্চয়তা দিয়েছেন কিন্তু সর্ত হল মেয়ে বা বোনদেরকে যথার্থ প্রতিপালন অর্থাৎ পরিপূর্ণ ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে অবশ্য এর বিপরীত করলে তাদেরকে দাইয়ুস বলে ঘোষণা দিয়েছেন আর দাইয়ুসের (যারা পরিবারের মহিলাদেরকে পর্দায় রাখে না) জন্য জান্নাত হারাম।(সহিহুল জামে)
এই একই কাজের বিনিময়ে রাসুল (সাঃ) জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন এবং এই হাদিসে জান্নাতে পাশাপাশি থাকার নিশ্চয়তা দিয়েছেন কিন্তু সর্ত হল মেয়ে বা বোনদেরকে যথার্থ প্রতিপালন অর্থাৎ পরিপূর্ণ ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে অবশ্য এর বিপরীত করলে তাদেরকে দাইয়ুস বলে ঘোষণা দিয়েছেন আর দাইয়ুসের (যারা পরিবারের মহিলাদেরকে পর্দায় রাখে না) জন্য জান্নাত হারাম।(সহিহুল জামে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন