ময়মনসিংহে যাকাতের কাপড় বিলি করতে গিয়ে ২৯ জন পদপিষ্ট হয়ে মারা গেছে!
কাপড় তাহলে দুই প্রকার:
একটা ভালো কাপড়, আরেকটা যাকাতের কাপড়।
যে শাড়ীটা আপনার বউয়ের জন্য কিনে দেন, সেটার দাম ১০ হাজার টাকা
আর যেটা যাকাতের জন্য দেন, সেটার দাম মাত্র ২৫০ টাকা।
আপনার বউয়ের শাড়ি টিকে ৫ বছর
আর যাকাতের কাপড় এক ধোয়া দেওয়ার পর আর পড়া যায় না ।
যে শাড়ীটা আপনার বউয়ের জন্য কিনে দেন, সেটার দাম ১০ হাজার টাকা
আর যেটা যাকাতের জন্য দেন, সেটার দাম মাত্র ২৫০ টাকা।
আপনার বউয়ের শাড়ি টিকে ৫ বছর
আর যাকাতের কাপড় এক ধোয়া দেওয়ার পর আর পড়া যায় না ।
অথচ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফে আছে:
১) "তোমরা কখনই নেকী, কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ তায়ালা অবশ্যই পূর্ণ খবর রাখেন। " ( সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৯২)
১) "তোমরা কখনই নেকী, কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ তায়ালা অবশ্যই পূর্ণ খবর রাখেন। " ( সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৯২)
২) "তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।" (বুখারী শরীফ, মুসলিম শরীফ)।
৩) “নিজের জন্যে তোমরা যা পছন্দ করবেনা অন্যের জন্যেও তা পছন্দ করবে না।” (মিশকাত শরীফ)
হে ধনীরা যাকাত ভিক্ষা নয় এটা গরীবদের হক , তাদের হক নিয়ে তামাশা করলে এরকমই হয়।।
মান সম্মান , নাম খ্যাতি এগুলো আল্লাহ যাকে খুশি দান করেন , লোক দেখিয়ে কখনই চিরস্থায়ী সম্মান কামানো যায়না।।
যাকাত দিয়ে নাম কামাতে গিয়েছিলো এখন নিজেকে বাচাতে অনেক টাকা খরচ হবে।
অন্যের হক আটকালে তা থাকেনা এক দিন না এক দিক দিয়ে তা বের হয়ে যাবেই।
অন্যের হক আটকালে তা থাকেনা এক দিন না এক দিক দিয়ে তা বের হয়ে যাবেই।
বিত্তবানদের অনুরোধ করব আপনার সম্পদ আল্লাহর দান , তাই আল্লাহর হুকুমের জায়গায় যথাযথ ব্যবহার করবেন তা না হলে নিজেই ক্ষতির সম্মুখিন হবেন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন