আমি চাই শাসকের মত শাসক,
যে শাসক মানবাতার সেবক।
যে শাসকের মাঝে আছে ইসলামের আদর্শ নৈতিকতা,
সে শাসক পারে বিপদে করতে সহযোগিতা।
যে শাসক থাকলে
মেয়েদের হতে হবে না এসিডদগ্ধ আর ধর্ষিতা,
যে শাসক থাকলে
যুবকরা মাদক নেশা ও অস্ত্র গুলি নিয়ে চলতে পারে না।
যে শাসক থাকলে
গরিবেরা না খেয়ে ঘুমাতে হয় না,
যে শাসক থাকলে
বেকার হয়ে চাদাবাজি করে সন্ত্রাসী হতে হয় না।
যে শাসক থাকলে
দেশের মাটি হয় না রক্তে রনজ্ঞিত,
আশার প্রদীপ জালিয়ে যে শাসক পারে,
দেশ জাতিকে করতে উন্নত।
যাকে পেয়ে জাতি পাবে সুখ, পাবে পুন স্বীকৃতি
যে শাসক পেলে
এই দেশে চলবে আল-কুরআনের নীতি
যে শাসক মানবাতার সেবক।
যে শাসকের মাঝে আছে ইসলামের আদর্শ নৈতিকতা,
সে শাসক পারে বিপদে করতে সহযোগিতা।
যে শাসক থাকলে
মেয়েদের হতে হবে না এসিডদগ্ধ আর ধর্ষিতা,
যে শাসক থাকলে
যুবকরা মাদক নেশা ও অস্ত্র গুলি নিয়ে চলতে পারে না।
যে শাসক থাকলে
গরিবেরা না খেয়ে ঘুমাতে হয় না,
যে শাসক থাকলে
বেকার হয়ে চাদাবাজি করে সন্ত্রাসী হতে হয় না।
যে শাসক থাকলে
দেশের মাটি হয় না রক্তে রনজ্ঞিত,
আশার প্রদীপ জালিয়ে যে শাসক পারে,
দেশ জাতিকে করতে উন্নত।
যাকে পেয়ে জাতি পাবে সুখ, পাবে পুন স্বীকৃতি
যে শাসক পেলে
এই দেশে চলবে আল-কুরআনের নীতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন