বুধবার, ১ জুন, ২০১৬

সম্রাট আকবর হিন্দুদের ফান্দে পড়ে ধ্বংস হয়েছে।

নবাব সিরাজউদ্দোলা হিন্দুদের তোয়াজ করে ধ্বংস হয়েছে। শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর যে হিন্দুদের সুবিধা দিয়েছেন সে হিন্দুরাই তাকে ধ্বংস করেছে। হালের সেলিম ওসমানের কথাই বলি।  তিনি হিন্দু শিক্ষক শ্যামলকে চাকরি দিয়েছেন , এমনকি অন্য স্কুলের প্রধান শিক্ষক পদে বসানোর কথাও বলেছেন। কিন্তু লাভ হল কি? এই হিন্দু শিক্ষকই মিথ্যাচার করে তাকে অপদস্থ করছে।শুনেছি সেলিম ওসমানের ব্যক্তিগত সহকারীও হিন্দু! মুসলমান হিন্দুদের বিশ্বাস করে তাদের নানা উচু পদে বসায়। এই হিন্দুরাই আবার তাদের পিঠে চুরি মারে। অথচ আল্লাহ পাক কি বলেছেন এদের সম্পর্কে? 
* “তোমরা (মুসলমানরা) তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে প্রথমতঃ ইহুদীদেরকে অতঃপর মুশরিকদেরকে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮২)
* “হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫১)
* হে ঈমানদারগণ! তোমরা মু’মিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের ক্ষতিসাধনে কোনো ক্রটি করে না-তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৮)
তাহলে দেখা যাচ্ছে আল্লাহ পাক যাদের শত্রু গন্য করতে বলেছেন মুসলমান তাকে বন্ধু মনে করে! যার কারনে দেখা যাচ্ছে মুসলমান আজ কাফির-মুশরিক কতৃক নির্যাতিত।

বর্তমান কোরআনের আলোকে অতিত থেকে শিক্ষা নেওয়া উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন