বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

এমন স্বমীর কোন প্রয়োজন নেই

এমন স্বমীর কোন প্রয়োজন নেই। যে, কিনা তার প্রিয়তমা স্ত্রিকে ভিনদেশীদের হাতে তুলে দিয়ে পায়ের উপর পা দিয়ে আনন্দে ঘুরাফেরা করে। স্রীর শ্রমের মাধ্যমে অর্জিত সম্পদ আনন্দ চিত্তে ভক্ষন করে। সকলের কাছে আমার আকুল আবেদন কোন ভাই তাদের স্রীদের গৃহকর্মী হিসাবে বাহিরে যেতে দিবেন না। কারন এমন অনেক ঘটনা আছে যে গৃহকর্মীর নাম দিয়ে পতিতাবৃত্তি করায়। আজ এক হুজুরের মেয়ের কথা শুনে আমার মাথা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। যে স্ত্রী কিনা আরবদের সেবা করে। আর স্বামী কিনা বরিশালে ফার্মেসীর ব্যবসা করে।সালা জুতা মারি তোর মত স্বামির মুখে।হ্যাঁ জুতা মারলেও জুতা তার প্রতিবাদ করবে।কেন আমায় দিয়ে আপনি তাকে আঘাত করলেন। কেননা সে আমার চেও নিকৃষ্ট। আল্লাহ সকল কে সহি বুঝদান করুক আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন