বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

আজ ফজর থেকেই শুরু হবে তাকবীরে তাশরীক৷

নয় তারীখ থেকে তের তারীখ, পাচ দিন হল আইয়্যামে তাশরীক৷ প্রত্যেক নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজীব, তিনবার বলা সুন্নত পরিপন্থি৷ তবে যদি সংখ্যা নির্ধারন ছাড়া এমনি কেউ একাধিক বার তাকবীর বলে তাহলে অসবিধা নেই৷ তের তারীখ আছর পর্যন্ত তাকবীর বলবে৷ তাই পাচ দিনে তেইশ ওয়াক্ত ফরজ নামাযের পর প্রত্যেক নামাযীর জন্য, পুরুষ হোক, মহিলা হোক, একাকি হোক, জামাতে হোক, মকীম হোক মুসাফীর হোক সবার জন্য তাকবীর বলতে হবে৷ সুত্র: আদ দুররুল মুখতার 1/178 ঈদের নামাযের পর তাকবীর বলা ওয়াজিব নয়৷ বরং সুন্নত৷ আল্লাহ সহীহ বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তাওফীক দান করুন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন