শুক্রবার, ৩ জুন, ২০১৬

আবারো প্রমান হোলও গরুর চেয়ে জীবনের মুল্য অনেক কম !


এই তো দিন কয়েক আগেই শ্যামল কান্তি কে কানে ধরানো নিয়ে কি তুলকালাম কান্ডই না ঘটে গেল। আমি একটি পোস্ট দিয়েছিলাম মানুষের প্রাণ বড় না কান বড় - 

ব্যাপারটা আবারো ফিরে আসবে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি। 

সম্প্রতি প্রীতি এবং সাম্যের প্রতীক (!) ভারতে আবারো এক মুসলিমকে মেরে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে গরু শাবকরা! গত ৩১শে মে, রাজস্থানে তিনটি ট্রাক বোঝাই গরু নিয়ে কিছু মুসলিম গরু ব্যাবসায়ী মহারাষ্ট্র যাচ্ছিল। পথিমধ্যে তাদেরকে বজরং দল এবং গরু রক্ষা দলের লোকজন ট্রাক আটকে ট্রাকে আগুন দেয় এবং তিনজনকে আটক করে প্রহার শুরু করে।

দুইজন কে পুলিশ ছাড়িয়ে নিলেও একজনকে মারাত্মক ভাবে প্রহার করা হয়। তাকে নগ্ন করে ঘোরানো হয়।
এই ব্যাপারে ভারতের মুসলিমদের সবচেয়ে বড় পত্রিকা "মিলি গেজেট" থেকে গরু রক্ষা দলের সাথে যোগাযোগ করা হলে তারা এই ঘটনায় আনন্দ প্রকাশ করে বলে "এমন মার দিয়েছি কয়েক মাস উঠে দাঁড়াতে পারবে না"

উপরন্তু গরু পরিবহনের জন্য পুলিশ সেই মুসলিমদের বিরুদ্ধে থানায় চার্জ দায়ের করেছে !!

প্রসঙ্গত, সেই এলাকা চরম উগ্রপন্থী দল বিজেপি নিয়ন্ত্রিত এলাকা।


-------------------------------------------------------------------

এক শ্যমল ভক্তকে কানে ধরিয়ে প্রান বাচানোর জন্য মুত্রমনা এবং সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীরা একজন মুক্তিযোদ্ধার পিঠের ছাল তোলা শুধু বাকী রেখেছিল, কিন্তু আজকের এই ঘটনার জন্য কি তারা কোন বিবৃতি প্রদান করবে ?

এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটলে এতক্ষনে কি হত ? কেউ আঁচ করতে পারছেন ?

আসলে মুসলিমদের আজ পতনের অন্যতম মূল কারন হোলও তাদের হীনমন্যতা। দেখা যাবে আগামীকাল শুক্রবারের নামাজ, কয়জন এটা নিয়ে প্রতিবাদ করে ?? শ্যামল ভক্তের জন্য তার ব্লকের লোকজন কানে ধরেছিল ! আপনারা কি পারবেন আপনাদের এই মুসলিম ভাইকে যেভাবে নগ্ন করে কুকুরের মত মেরেছে সেই ভাবে নিজেরা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করতে ??
পারবেন না আমি জানি, বেশীরভাগ লোক আমাদের বিষয় না বলে এড়িয়ে যাবেন, কিন্তু শ্যামল কান্তির ঘটনা তুলশী গ্যাবার্ড [মার্কিন কংগ্রেস ওম্যান] পর্যন্ত আলোচনা করেছিল!

বাংলাদেশে এবং ভারতের মুসলিমরা এখনো কেন জানি না বুঝতে পারছে না তাদের এক হবার সময় পার হয়ে যাচ্ছে। তাদের উচিত অতি শীঘ্রই দল-মত-নির্বিশেষে এক কাতারে এসে এইসব বজরং দল, আর.এস.এস সহ এদের দেশীয় প্রতিনিধি হিন্দু মহাজোট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সকল উগ্রপন্থী দলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া।

আর দেশীয় ভাদাদের বলছি, শ্যামল ভক্তের জন্য কান ধরেছিলে এই বার কি তোমাদের ফিল্টারে কি এই ঘটনা কোন রেখাপাত করবে ? 

ধিক্কার গরুর সন্তানদের !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন