প্রকাশ্যে নির্মম হত্যার যে ভিডিওটি রীতিমতো স্তব্ধ করে দেয় পাষাণেরও বিবেক !
-----------
-----------
সিলেট প্রতিনিধি : সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, হাতেনাতে ধরার বিষয়টিও নেই। তবুও কেবলমাত্র ‘চোর’ সন্দেহেই ১৩ বছরের কিশোরটিকে অমানবিক ভাবে পিটিয়ে মেরে ফেলেছে একদল দুষ্কৃতিকারী ! পৃথিবীর অন্য কোন দেশে নয় তাও এবার খোদ আমাদের দেশেই ঘটেছে এমন নৃশংশ হত্যাকান্ড । সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে রিতিমত তোলপাড় পরে গেছে । হাজারো লাখো সচেতন মানুষ দাবী তুলেছে এই অসহায় কিশোরের মৃত্যুর জন্য যারা দায়ী এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের বিচার হোক দৃষ্টান্তমূলক । নির্মম সে ভিডিওটি রীতিমতো প্রশ্ন ছুঁড়ে দেয় সভ্যতাকে, সভ্য মানুষের বিবেককে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন