বুধবার, ১ জুন, ২০১৬

অধিক সন্তান নিন


ইহুদী সংবাদ মাধ্যম পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করছে। বিশেষতঃ মুসলিম বিশ্বের দেশসমূহে ওদের প্রচারণা বিশেষ উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক। ইহুদী প্রচার মাধ্যমগুলোর কারণে মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি দেশই জনসংখ্যা বৃদ্ধি সমস্যা নিয়ে চিন্তিত। ইহুদীরা এ বিষয়টি Population Explosion বা জনসংখ্যা বিস্ফোরণ হিসেবে দাঁড় করিয়েছে এবং বলা চলে তা প্রায় প্রতিষ্ঠিত করিয়েছে।
মিডিয়া এবং বিভিন্ন এনজিও মুসলিম দেশে জনসংখ্যা কমাতে ষড়যন্ত্র করে যাচ্ছে । কিন্তু অমুসলিম দেশে যখন সন্তান জন্ম বাড়াতে পুরষ্কার ঘোষন দেয় তখন এরা চুপ থাকে! যেমন- ১.তাইওয়ানে সন্তান জন্মদানে উৎসাহিত করতে সুন্দর স্লোগান!http://goo.gl/npgZPX ২. সন্তান নিলেই বোনাস, ৯০ টাকায় বিশাল প্লটhttp://goo.gl/O4bc3c
আজকে ইউরোপ আমেরিকা জনসংখ্যা হ্রাসে চিন্তিত হচ্ছে। সেখানে জন্মহার কমছে।পক্ষান্তরে বয়স্কদের সংখ্যা বাড়ছে।http://goo.gl/mV52C4 । যার ফলে কর্মক্ষম লোকের সংখায় কমছে।
এই দুনিয়া মানুষ দিয়ে চলে , রোবট দিয়ে নয়। একটা দেশে যদি কর্মক্ষম লোক না-ই থাকে তাহলে সে দেশ চলবে কি করে? মানুষকেই কাজ করতে হয়। মানুষকেই দুনিয়া টিকিয়ে রাখতে হয়। তো সে দুনিয়া টিকিয়ে রাখতে যদি সন্তান জন্মদান না-ই হয়ে থাকে কিংবা কমানোর কথা বলে তাহলে দুনিয়া টিকবে কি?
চক্রান্তকারীরা মুসলিম দেশে জনসংখ্যা কমাতে বলে। অতচ এই মুসলিম দেশের জনসংখ্যা ছাড়া তাদের দেশ চলতে পারেনা। 
জনসংখ্যা দেশের বোঝা নয় , সম্পদ । যার উত্তম প্রমান এই বাংলাদেশ।

তাই কাফির-মুশরিকদের কথায় প্ররোচিত না হয়ে অধিক সংখ্যক সন্তান নিন। রিজিকের মালিক আল্লাহ পাক , অন্য কেউ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন