বুধবার, ১ জুন, ২০১৬

ব্রিটিশদের দালালী করে পেয়েছেন নোবেল আর ব্রিটিশ বিরোধীতায় পেলেন কারাবরন


আজ বাংগালীর কবি, মুসলমানের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।যিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ,ইসলামপ্রেমিক । যিনি আজো বিদ্রোহী কবি নামে খ্যাত। যিনি আজীবন বৃটিশদের বিরুদ্ধে লিখেছেন। যিনি লিখেছেন -

১. বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
২. "লাথ্থি মারি ভাঙবো তালা
যত সব বন্দিশালা
আগুন জ্বালায় আগুন জ্বালায় "

নজরুলের এসকল কবিতা আজো মুসলমানের অন্তরে গাথা রয়েছে। আজো এসকল কবিতা মুসলমানকে প্রেরনা জোগায়। কিন্তু আফসোস মুসলমানের এই কবি আজ অবহেলিত।আজ সরকার , বুদ্ধুজীবিরা রবীন্দ্রঠগের পুজায় ব্যস্থ।
যে রবীন্দ্র ঠগ ছিল বৃটিশদের দালাল। বৃটিশ বন্দনায় যে লিখেছিল -"জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!"
আজ তারই আলোচনা মুসলিম এই দেশে হয়ে থাকে। যে রবীন্দ্রঠগ ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী,মুসলিম নির্যাতনকারী, প্রজা শোষক, বৃটিশদের দালাল তার আলোচনা এই মুসলিম দেশে হয় কি করে? রবীন্দ্রঠগের আলোচনা বন্ধ করে কবি নজরুলের আলোচনা সারা বছরব্যাপী করতে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন