২ তারিখে মক্কা থেকে আনা হয়েছে জিদ্দা৷ আনা হয়েছে হাজীদের৷ গন্তব্য স্বদেশের মাটি৷ সাথে স্বামী ও ছেলে৷ এক বৃদ্ধাকে পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ করছে৷ বিমান উড়াল দিলো আকাশে৷ স্বামী ও ছেলে বিমানে তিনি কাঁদছেন৷ বিমানের গন্তব্য বাংলাদেশ৷ এই বৃদ্ধ আরবী ভাষা বুঝেন না৷ সমস্যাও বলতে পারছেন না৷ চার দিন থেকে জেদ্দায় ইয়ারপোর্টে আটকে আছেন৷
আরও হাজীদের সামান আসছে৷ অপরাধ তারা বাংলাদেশী হাজী৷ নিরব হজ মিশন৷ নিরব মিডিয়া৷
সেই বৃদ্ধার মতো আরও ৭৬জন হাজী আটকে আছেন জেদ্দায়৷ হোটেল ওয়াহাতে রাখা হয়েছে তাদেরকে৷ কখন আসতে পারবেন জানেন না তারা৷
আটকেপড়া উদ্বাস্তু যেন তারা৷ পদে পদে হয়রানি৷ আল্লাহর মেহমানদের সাথে এই নিষ্ঠুর আচরণ কেন?
আব্দুল্লাহ আল মামুন৷ পিতা ও ২২জন কাফেলার সাথী চলে এসেছেন দেশে৷ তিনি আটকে আছেন জেদ্দায়৷ পিতা পুত্রের চোখে অশ্রু৷ বিরহে বিচ্ছেদ জেদ্দা বিমান বন্দরে৷ যুবক আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ অনর্থক হয়রানী করছে৷ জিজ্ঞাসাবাদ করছে৷
মিনা ও ক্রেন ট্রাজেডি নিয়ে এমনিতেই হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠেছে৷ এবার দেশে আসার পথে হাজীদের হয়রানী৷
হজ নিয়ে কোন খেলা শুরু হলো?
আল মামুন এক কাপড়ে আটকে আছে জেদ্দায়৷
হজ মিশন, কাফেলাসহ সবাই রহস্যজনক নিরব ভূমিকায়৷
মিডিয়া এই বিষয়ে সরব হোক যেনো নিরাপদে হাজীগন দেশে ফিরতে পারেন৷
এমনতেই উদ্বিগ্ন মিনা ও ক্রেনের ঘটনায় তারা৷
সৌদী কেন সুযোগ দিচ্ছে অন্যকে কথা বলার তাও রহস্যজনক৷
ইরান ইয়ামান নিয়ে এমনিতেও সমস্যায় সৌদী আরব৷ হাজীদের নিরাপদ দেশে ফেরার জন্য তারা কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না
আরও হাজীদের সামান আসছে৷ অপরাধ তারা বাংলাদেশী হাজী৷ নিরব হজ মিশন৷ নিরব মিডিয়া৷
সেই বৃদ্ধার মতো আরও ৭৬জন হাজী আটকে আছেন জেদ্দায়৷ হোটেল ওয়াহাতে রাখা হয়েছে তাদেরকে৷ কখন আসতে পারবেন জানেন না তারা৷
আটকেপড়া উদ্বাস্তু যেন তারা৷ পদে পদে হয়রানি৷ আল্লাহর মেহমানদের সাথে এই নিষ্ঠুর আচরণ কেন?
আব্দুল্লাহ আল মামুন৷ পিতা ও ২২জন কাফেলার সাথী চলে এসেছেন দেশে৷ তিনি আটকে আছেন জেদ্দায়৷ পিতা পুত্রের চোখে অশ্রু৷ বিরহে বিচ্ছেদ জেদ্দা বিমান বন্দরে৷ যুবক আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ অনর্থক হয়রানী করছে৷ জিজ্ঞাসাবাদ করছে৷
মিনা ও ক্রেন ট্রাজেডি নিয়ে এমনিতেই হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠেছে৷ এবার দেশে আসার পথে হাজীদের হয়রানী৷
হজ নিয়ে কোন খেলা শুরু হলো?
আল মামুন এক কাপড়ে আটকে আছে জেদ্দায়৷
হজ মিশন, কাফেলাসহ সবাই রহস্যজনক নিরব ভূমিকায়৷
মিডিয়া এই বিষয়ে সরব হোক যেনো নিরাপদে হাজীগন দেশে ফিরতে পারেন৷
এমনতেই উদ্বিগ্ন মিনা ও ক্রেনের ঘটনায় তারা৷
সৌদী কেন সুযোগ দিচ্ছে অন্যকে কথা বলার তাও রহস্যজনক৷
ইরান ইয়ামান নিয়ে এমনিতেও সমস্যায় সৌদী আরব৷ হাজীদের নিরাপদ দেশে ফেরার জন্য তারা কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন