মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

ছাত্রলীগের হামলার প্রতিক্রিয়ায় জাফর ইকবাল


সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার ঘটনায় স্তম্ভিত ও হতবাক হয়েছেন অধ্যাপক ড. জাফর ইকবাল।বলেছেন, ‘আজকে যে ছাত্রলীগ আমাদের শিক্ষকদের ওপর হামলা করলো...
আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ।এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল.... ঘৃণা আর লজ্জায় বৃষ্টিতে ভিজছেন জাফর
ইকবাল!
এবার একটু ভিন্নধর্মী শিক্ষাঙ্গনের প্রতি দৃষ্টিপাত করা যাক| বলাযায় ডিজিটাল মানসিকতায়, সম্প্রতি চেতনার ঠিকাদারদের কাছে ইহা রিতিমত এলার্জি স্বরুপ!তা হল এদেশের ধর্মপ্রান মানুষের লালিত পালিত শিক্ষাপ্রতিষ্ঠান ‪#‎কওমি_মাদ্রাসা‬ |এই প্রতিষ্ঠানে ‪#‎শিক্ষক_শিক্ষার্থী‬ কেউই মঙ্গলগ্রহ থেকে আগত জীব নয়|
ওরা এদেশের, এ সমাজের, আমাদের পরিবার কিংবা পরিজনের মধ্য থেকে কওমি মাদ্রাসায় শিক্ষাগ্রহন করেন|
আমি ওপেন চেলেঞ্জ ছুড়ে, উম্মুক্ত প্রশ্ন রাখছি; ছাত্র কার্তিক শিক্ষকদেরk গন পিটুনি,নেক্কার একটি ঘটনার নজির দেখান দেখি!শুধু বাংলাদেশ কেন উপমহাদেশের কোথাও শুনেছেন কখনও??কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গী, তালেবান, মৌলবাদী আর সন্ত্রাসী বল কেন কেন কেন! ? জবাব আছে কোন.....?আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞা থেকে যতটুকু বুঝি, মানুষ তখনই গলায় দড়ি দিয়া মরতে চায় যখন দুনিয়ার জীবন তার জন্য দুর্বিষহ হয়ে পড়ে। তা যেকোনো কারনেই হতে পারে।
কুরআন ও হাদীসের শিক্ষা থেকে যতটুকু বুঝতে পেরেছি যে ব্যক্তিই মহান খোদার অবাধ্য হবে দুনিয়াতে থাকতেই সে তার শাস্তি ভোগ করবে আর আখিরাতের শাস্তি তো আছেই।
ইতিহাসের দিকে তাকালে এর বাস্তব প্রতিফলন দেখা যায়। যারাই আজ পর্যন্ত নিজের তুচ্ছ মেধার যুক্তি দ্বারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে তাদের অধিকাংশই হায়াতের শেষ সময়ে এসে দুর্বিষহ জীবন অতিবাহিত করেছে।
জনাব জাফর ইকবাল, এখনও সময় আছে। তওবার দরজা এখনও খোলা আছে। এই সব তুচ্ছ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফিরে আসুন। আপনার নামের শেষে "বাল" শব্দ রয়েছে। যা বাংলায় খুবই ঘৃণিত একটি জিনিষের নাম আর উর্দুতে সম্মানিত জিনিষ চুলের নাম। আমি মনে করি আপনি এখন বাংলার "বাল" এর মতই অসম্মানিত। আপনি কি পারেন না, তওবা করার মাধ্যমে উর্দু "বাল" এর মত সম্মানিত হয়ে যেতে? দেখবেন সম্মানিত মানুষরা আপনেকে দুনিয়া ও আখিরাতে সব সময় সম্মানের সাথেই স্মরণ করবে।
আখিরাত মোল্লা মৌলবিদের কাল্পনিক কাহিনী নয়। একটি বাস্তব সত্য বিষয়। মৃত্যু ছাড়া বুঝা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন