মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

ক্রিকেটার রুবেলকে নিয়ে আলোচিত এবং সমালোচিত নায়িকা 'হ্যাপি 'দাওয়াত ও তাবলীগ নূরানি মাস্তুরাতের তালীমে গিয়ে ফেইসবুকে লিখেছেন

ক্রিকেটার রুবেলকে নিয়ে আলোচিত এবং সমালোচিত নায়িকা 'হ্যাপি 'দাওয়াত ও তাবলীগ নূরানি মাস্তুরাতের তালীমে গিয়ে ফেইসবুকে লিখেছেন -
"হ্যাপী বলেন, ‘আজকে প্রথমবার তাবলিগে গিয়েছিলাম মুফতি উসামা ইসলাম ভাই এর বাসায়। পরিবেশটাই আলাদা ছিল, যেখানে অনেক অনেক মানুষ যারা শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহের পথে চলার সুবিধার্থে ইসলামের আলোচনায় শামিল হয় সেই সাথে সেখানে যারা ছিল সবার মন নিশ্চয় আল্লাহের নূরে আলোকিত। এমন একটি জায়গা হাজারো সুন্দর জায়গা থেকে অনেক বেশি সুন্দর ও পবিত্র কারণ সেখানে সবার ধ্যানে শুধু মহান আল্লাহ।
সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল সারা রাত বসে কোরআনের ব্যাখ্যা আর হাদিস শুনি আর সবার সাথে আল্লাহকে প্রাণ ভরে ডাকি। উসামা ভাই চমৎকার বয়ান করেন যার কারণে কথাগুলো মনে নাড়া দিতে বাধ্য এবং তিনি অসম্ভব ভালো একজন মানুষ।
’ তিনি বলেন, ‘ইসলামের পথে চলার আসায় এমন একটি পরিবেশে যেতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিত আল্লাহের কথা মেনে চলা ও তার জন্য নিজেকে উৎসর্গ করা, যে পারে সে পরকালের জান্নাতবাসী নিসন্ধেহে! সুবাহান আল্লাহ!’ সবাইকে ইসলামের পথে আসার আহ্বান জানিয়ে হ্যাপী বলেন, ‘আমরা সবসময়ই পবিত্র আর সুন্দর থাকতে পারি শুধু চিন্তা-ভাবনায় যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে।
কি হবে পরনিন্দা, মিথ্যা, অন্যায়, হিংসা-অহংকার এর মধ্যে থেকে? তার বিপরীতে যদি নামাজ, রোজা, আখলাক, পরোপকারিতা, কোরআন পাঠ ও নবীদের দেখানো পথে চলি তাহলেই জীবন সুন্দর ইহকাল ও পরকাল উভয় সময়ের জন্য। "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন